Oped logo
Services

What We do

Tailor Training Services - OPED Bangladesh

Tailor Training

Village to Village

We provide free tailor training at the rural level. As a result, the helpless women of the village are able to become self-sufficient by earning money for their families.

আমরা গ্রামীণ পর্যায়ে বিনামূল্যে দর্জি প্রশিক্ষণ প্রদান করি। ফলে গ্রামের অসহায় নারীরা তাদের পরিবারের জন্য অর্থ উপার্জন করে স্বাবলম্বী হতে পারছে।

Tree Planting

Improved Oxygen

We all know that trees benefit us in different ways. OPED improves the environment every year by adopting tree planting programs in rural areas.

আমরা সকলেই জানি গাছ আমাদেরকে বিভিন্ন ভাবে উপকার করে থাকে। ওপেড প্রতিবছরই গ্রামীণ পর্জায়ে বৃক্ষ প্রদান কর্মসূচি গ্রহণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন করে থাকে। 

Tree Plantations Service - OPED Bangladesh
Protect Environment Service - OPED Bangladesh

Protect Environment

For safe our Environment

Our environment and nature are being harmed in various ways. So we don’t throw garbage anywhere. If we do not improve our environment and nature then we will suffer the most.

আমাদের এই পরিবেশ ও প্রকৃতি বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই আমরা যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলব না। আমরাই যদি আমাদের পরিবেশ ও প্রকৃতির উন্নতি না করি তাহলে আমরাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হবো।

Social Development

Village to Village

OPED has always been working for the betterment of the society by providing various assistance to the destitute and the poor. We have already implemented many such works.

ওপেড সমাজ উন্নয়নের ক্ষেত্রে সবসময় অসহার ও দরিদ্রদেরকে বিভিন্ন সহায়তা প্রদানের মাধ্যমে সমাজ উন্নয়ন মূলক কাজ করছে। এরই পূর্বে আমরা এমন অনেক কাজ বাস্তবায়ন করেছি।

Social Development Service - OPED Bangladesh
Helping For Covid-19 Service - OPED Bangladesh

Helping Hand For Covid-19

Village to Village

Ovid has been providing assistance to the needy people of the society through masks, soaps, hand sanitizers and food items during this catastrophic time of Covid-19. Register today for the Covid-19 vaccine.

কভিড-১৯ এর এই দূর্যোগময় সময়ে ওপেড মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্যদ্রব্যের মাধ্যমে সমাজের অসহায় মানুষকে সহায়তা প্রদান করে আসছে। কভিড-১৯ এর ভ্যাক্সিন এর জন্য আজই নিবন্ধন করুন।

Improved our Environment

For better life

It is the responsibility of all of us as citizens of this country to take the environment towards improvement. In this context, there are many steps that can be taken to plant an opium tree and to plant another tree.

পরিবেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া এ দেশের নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব। যারপরিপ্রেক্ষিতে ওপেড বৃক্ষ রোপণ করা ও অন্যকে বৃক্ষ রোপণে অনেক অনেক পদক্ষেপ নিয়ে থাকে।

Improve Environment Service - OPED Bangladesh
Skill Development Service - OPED Bangladesh

Skills Development

Village to Village

Oped provides support and assistance to the people of the village through various skill-based trainings for skill development. Taylor provides a variety of trainings, including Nakshi Katha.

দক্ষতা উন্নয়ন এর জন্য দক্ষতা মূলক বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ওপেড গ্রামের মানুষকে সহায়তা ও সাহায্য প্রদান করে থাকে। টেইলর ট্রেনিং, নকশি কাথা সহ অনেক ধরণের প্রশিক্ষণ দিয়ে থাকে।

Climate Change Programme

Village to Village

As the climate changes, so does our society and environment. Sometimes it is good and sometimes it brings bad situation between us. Similarly, our rural environment and family are facing a lot of damage due to cyclone. OPED is relentlessly working with these helpless people.

আবহাওয়া পরিবর্তনের সাথে সাথেই আমাদের সমাজ ও পরিবেশের অনেক ধরনে পরিবর্তন হয়। সেটা কখনো ভালো আবার কখন খারাপ পরিস্থিতি নিয়ে আসে আমাদের মাঝে। তেমনি ঘুর্ণিঝড় এর মাধ্যমে আমাদের গ্রামীন পরিবেশ ও পরিবার অনেক বেশি ক্ষতির সম্মুক্ষ হয়। ওপেড এই অসহার মানুষের পাশে নিরলস ভাবে কার্যক্রম করে যাচ্ছে।

Climate Change Service - OPED Bangladesh
Blood Donation Service - OPED Bangladesh

Blood Donation

Person to Person

Blood donation service is one of the most important human services. Through our “Voluntary Blood Donation OPED” organization, we help many people who are interested in donating blood and by donating blood.

রক্তদান সেবাটি সব থেকে গুরুত্বপূর্ণ মানব সেবার মধ্যে একটি। আমাদের একটি “স্বেচ্ছায় রক্তদান ওপেড” সংগঠনের মাধ্যমে আমরা অনেক মানুষকে রক্তদানে আগ্রহী ও রক্তদানের মাধ্যমে মানুষকে সহায়তা প্রদান করে থাকি।